গোকর্ণ কলেজে পল্লী রক্তদানের ক্যাম্পেইন, বিনামূল্যে ২৬৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

 

 নাসিরনগর প্রতিনিধি
রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন। গত মঙ্গলবার উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ২৬৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

সকালে কলেজ হলরুমে সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের সদস্য আশিকুল হক আফনানের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনায় আরও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনজিত কুমার দেব, প্রভাষক শাহজালাল, শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, শিক্ষিকা সাইমা আক্তার, মাওলানা জসিম উদ্দিন ও মো. খাইরুল ইসলাম।


আলোচনা শেষে অধ্যক্ষ সনজিত কুমার দেব ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের সদস্য জাকির হোসেন, শেখ রাসেল, বাপ্পি আহমেদ, সুজন মিয়া, নীলা আক্তার, সনিয়া ইসলাম, হৃদয় মিয়া, পারভেজ ইভান, সফিউল্লাহ, জিসান ও আতিকুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ বলেন, “আজকের ক্যাম্পেইনে ২৬৫ জন শিক্ষার্থীকে রক্তের গ্রুপ জানাতে পেরে আমরা আনন্দিত। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নে এ ধরনের ক্যাম্পেইন চলমান থাকবে।”

অধ্যক্ষ সনজিত কুমার দেব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যে স্লোগান নিয়ে তোমরা সামনে এগোচ্ছো, সেই পথচলা আরও দীর্ঘ হোক। তোমরা আমাদের সন্তান, তোমাদের জন্য অনেক শুভ কামনা।”

শেয়ার করুন