নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে দলটির উপজেলা সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিতু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিস্ফোরক মামলার পলাতক এই আসামিকে রোববার (৩ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জিতু মিয়া গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং চিতনা গ্রামের রাজা মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ দাবি করেছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সমকালকে বলেন, ‘জিতু মিয়ার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সহিংসতা ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাও হয়। সম্প্রতি তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্গঠিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে চিতনা বাজারে অভিযান চালিয়ে বৈঠক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।’
খবর বিভাগঃ
নাসিরনগর
ব্রাহ্মণবাড়িয়া