মোঃ জুয়েল খাঁন
ভোটাধিকার ফেরাতে মাঠে নামুন’ — নেতাদের দৃঢ় বার্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আয়োজিত র্যালি ও আলোচনা সভা ছিল শুধুই আনুষ্ঠানিকতা নয়; বরং ছিল আগামী দিনের রাজনৈতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরার এক মঞ্চ। স্থানীয় নেতাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ দমন–পীড়নের ইতিহাস, ভোটাধিকার হারানোর বেদনা, আবার ভবিষ্যতের আন্দোলনে দৃঢ় প্রত্যয়ের আহ্বান।
সোমবার সকালে উপজেলা শহরের প্রধান সড়কজুড়ে সাজ সাজ রব। হাতে দলীয় পতাকা, পোস্টার, ব্যানার—কর্মীরা ভিড় জমালেন র্যালিতে। ঢোলের শব্দ, স্লোগান আর নেতৃত্ব পুনরুদ্ধারের অঙ্গীকারে প্রাণবন্ত হয়ে ওঠে ছোট্ট উপজেলা শহর। চারদিকে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, যেন এই আয়োজন কেবল প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং দীর্ঘ আন্দোলনের প্রস্তুতির বার্তা।
‘ভোটাধিকার ফেরাতে মাঠে থাকতে হবে’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি একে এম কামরুজ্জামান মামুন। তাঁর বক্তব্যে ছিল ক্ষোভ আর দৃঢ়তা—“দেশ আজ কঠিন সময় পার করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। গত ১৭ বছরে বিএনপির তিন হাজার নেতা–কর্মী গুম হয়েছেন, ষাট লাখ মানুষ মামলা–হামলার শিকার হয়েছেন। ফ্যাসিস্টদের কারণে আমরা মসজিদে মিলাদও করতে পারিনি।”
তিনি আরো বলেন, “কিছু ভাই এমপি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু ভোট নেই। নাসিরনগরের ভোটে বগুড়ায় এমপি বানানোর পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না। এই ভাঁওতাবাজির শেষ হতে হবে।”
নাসিরনগরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন জলাশয়ে ৪৮৬ কেজি পোনামাছ অবমুক্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা ডাকবাংলো ঘাটে উপজেলা পরিষদ পুকুর ও চাপরতলা পুকুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবীরা।
অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যজীবীদের আর্থিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
পরে অতিথিরা প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।
চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান
মুনতাসির কবির
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় নতুন কমিটিকে স্বাগত জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
মানিরুল হোসাইন ও কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল বাছির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন (তুহিন)।
গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যুৎসাহী সদস্য: অ্যাডভোকেট মো. আরাফাত উল্লাহ, দাতা সদস্য: হুমায়ুন কবির ভূঁইয়া হিতুসি সদস্য: ওয়াসিম ভূঁইয়া, অভিভাবক সদস্য: মো. আলাউদ্দীন মিয়া, মো. এনামুল হক, মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি: মো. রহমত আলী, মোছা. সালমা খানম
সভায় প্রধান অতিথি এম এ হান্নান বলেন, “চাতলপাড় ডিগ্রি কলেজ এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। আমরা চাই নতুন গভর্নিং বডির নেতৃত্বে কলেজটি আরও এগিয়ে যাক।”
সভাপতি প্রকৌশলী মো. আব্দুল বাছির বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার সহযোগিতায় আমরা শিক্ষার মানোন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেব।”
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত গভর্নিং বডিকে অভিনন্দন জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গোকর্ণ কলেজে পল্লী রক্তদানের ক্যাম্পেইন, বিনামূল্যে ২৬৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়