নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব বলেছেন, “জনগণ যার পক্ষে থাকে, সব শক্তি তার পক্ষে থাকে। কিন্তু জনগণ বিপক্ষে গেলে সংবিধান, আইন কিংবা পুলিশ—কেউ রক্ষা করতে পারে না।”
শনিবার (৯ আগষ্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদ হোসেন মাহবুব বলেন, “২০১১ সালের উপনির্বাচন, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের নির্বাচনে তারা সাময়িকভাবে বিজয়ী হয়েছিল। কিন্তু চূড়ান্ত বিজয় হয়েছে জনগণের। গত জুলাই-আগস্টের আন্দোলনে সেই বিজয় হয়েছে।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা হয়তো ভবিষ্যতে নির্বাচনের দায়িত্ব পালন করবেন। কারও পক্ষে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য যে দায়িত্ব আপনাদের ওপর দেয়া হবে, তা ঈমানি দায়িত্ব হিসেবে পালন করবেন। খেয়াল রাখবেন—জাতির কাছে যেন আপনাদের বিবেক প্রশ্নবিদ্ধ না হয়।” তিনি যেকোনো প্রয়োজনে শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক, মো. জসিম উদ্দিন রিপন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ৪১ জন শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেন।
খবর বিভাগঃ
চট্রগ্রাম
জাতীয়
ঢাকা
ব্রাহ্মণবাড়িয়া