খান্দুরা দরবার শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস

 মোঃ জুয়েল খাঁন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরিফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার মনতলা কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মাধবপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিলাদ, কিয়াম ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব (খান্দুরা দরবার শরিফ)। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল সাহেব। এছাড়াও সাংবাদিক মো. জুয়েল খানসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

শেয়ার করুন