খান্দুরা দরবার শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস পালিত

 জুয়েল খাঁন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খান্দুরা দরবার শরিফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দরবার শরিফের আয়োজনে সাতবর্গ মাধবপুর বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নোয়াপাড়া-জগদীশপুর এলাকা প্রদক্ষিণ করে হালুয়াপাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ কিয়াম ও মোনাজাতের আয়োজন করা হয়।

আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ শরীফুর রহমান শরিফ সাহেব (খান্দুরা দরবার শরিফ)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ ওমর ফারুক সাহেব।

এ সময় উপস্থিত ছিলেন মো. জিতু মিয়া, মো. হাবিবুর রহমান, হালুয়াপাড়া ও গোপালপুর জামে মসজিদের ইমাম, সাংবাদিক মো. জুয়েল খাঁনসহ বিপুল সংখ্যক মুসল্লি।

শেয়ার করুন