আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা 'সিতারে জমিন পার' নিয়ে, যা ২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। বহুদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার, সঙ্গে জানানো হয়েছে ট্রেইলার এবং মুক্তির তারিখ।


এই সিক্যুয়েলে আমির খানের সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, যিনি দীর্ঘদিন পর একটি বড় প্রজেক্টে ফিরছেন। তবে সিনেমাটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো ১০ জন নতুন মুখের আত্মপ্রকাশ। এই তরুণ শিল্পীরা হলেন—আরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।


সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন, যিনি এর আগেও ‘শুভ মঙ্গল সাবধান’ ও 'অন অ্যা কুয়েস্ট'-এর মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। এই সিনেমায়ও দর্শক একটি আবেগঘন গল্প ও সামাজিক বার্তার ছোঁয়া পাবেন বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার করুন