Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts
এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমলো

এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমলো

ভোক্তাপর্যায়ে ব্যবহৃত এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এ তথ্য জানায়। একইসঙ্গে জানানো হয়েছে, নতুন এ দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে করে যানবাহন মালিকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এর আগে গত মাসে অর্থাৎ ২ জুলাই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছিল। তখন অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়।

বিইআরসি সূত্রে জানা যায়, সৌদি আরামকোর প্রকাশিত প্রোপেন ও বিউটেন গ্যাসের আন্তর্জাতিক বাজারমূল্য ভিত্তিতে দেশে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে।

মূল্য হ্রাসের ফলে সাধারণ ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দেখা দিতে পারে। তবে পরিবহন খরচ ও খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার কারণে অনেক এলাকায় পুরনো দামেই বিক্রির অভিযোগ থাকছে।

অপরদিকে, অটোগ্যাসের দাম কমলেও সেটি কত দ্রুত বাস্তব পর্যায়ে প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেক সময় গ্যাস স্টেশনগুলো পুরনো দামে গ্যাস বিক্রি অব্যাহত রাখে বলে অভিযোগ রয়েছে।

নতুন এ মূল্য নির্ধারণকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ভোক্তা সংগঠন। তবে তাঁরা চায় বাজার তদারকি জোরদার করে যেন নতুন দাম নিশ্চিত করা যায় সারাদেশে।

গোয়ালন্দে বর্ষার ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে উপজেলা প্রকৌশলী

গোয়ালন্দে বর্ষার ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে উপজেলা প্রকৌশলী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মন্ডল পাড়া এলাকায় ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ইটের তৈরি এইচবিবি রাস্তার পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। রবিবার দুপুরে তিনি সরজমিনে এসে রাস্তার অবস্থা খতিয়ে দেখেন।

স্থানীয়রা জানান, টানা ভারী বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে ভাঙনের সৃষ্টি হয়েছে, যার কারণে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বিশেষ করে রিক্সা, ভ্যান ও অটোরিকশার চলাচল এই ক্ষতিগ্রস্ত রাস্তায় প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিনের বৃষ্টির কারণে রাস্তার কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে যা দ্রুত মেরামত করা প্রয়োজন। তবে বৃষ্টি কমলে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, এলাকার বেশ কিছু বাড়ির পানি নিষ্কাশন সঠিকভাবে না হওয়ায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা ভাঙনের মূল কারণ। যদি প্রতিটি বাড়ির জন্য আলাদা নিষ্কাশন ব্যবস্থা করা হয় তবে এই ধরনের ভাঙন অনেকাংশে কমানো সম্ভব হবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন এবং রবিবার থেকে সেখানে মেরামতের কাজ শুরু করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত রাস্তাগুলো মেরামত হলে তাদের যাতায়াতের সমস্যা দূর হবে এবং সামনের বর্ষায় এ ধরনের ক্ষতি কম হবে। তারা সরকারী কর্মকর্তাদের প্রতি আবেদন জানান, তাদের এই এলাকার সমস্যা দ্রুত সমাধানে নজর দেওয়ার জন্য।

উপজেলা প্রশাসনও স্থানীয় জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এলাকায় অবকাঠামোগত উন্নয়নে এসব উদ্যোগ এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বর্ষাকালে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো দ্রুত মেরামত করতে হবে, যাতে স্থানীয়রা নির্বিঘ্নে চলাচল করতে পারে। গোয়ালন্দের এই প্রকৌশলীর পরিদর্শন ও আগামি মেরামতের কাজ তাৎক্ষণিক উদ্যোগের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ, সিরিজে ফিরলো সমতায়

রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ, সিরিজে ফিরলো সমতায়

শেষ ওভারে রোমাঞ্চ, কাটারে কাবু জানিথ লিয়ানাগে, মাঠে ছড়িয়ে পড়া হেলমেট-গ্লাভস আর মুখভর্তি হতাশা—সবকিছু যেন গল্পের এক নাটকীয় মোড়। শেষ বলের আগেই ঠিক হয়ে গেল, জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ।


৭৮ রানের দারুণ ইনিংস খেলে লড়াইটা জমিয়ে তুলেছিলেন জানিথ লিয়ানাগে। আগের বলেই হাঁকিয়েছিলেন ছক্কা। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই মোস্তাফিজুর রহমানের করা এক কাটার সব হিসেব গুলিয়ে দেয়। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে হতাশা আর রাগে নিজেকে সামলাতে পারেননি জানিথ।

পুরো ম্যাচে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। কিন্তু শেষ মুহূর্তে এসে এক বলেই খেলে দিলেন বাজিমাত। বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেল ওই এক কাটারেই।


এর আগে তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে অনেকটাই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তানভির ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নেন ৩টি উইকেট। সাকিব ছিলেন আরও মিতব্যয়ী, ৭ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

ব্যাটিংয়েও দায়িত্বশীল পারফরম্যান্স ছিল। দলের সংগ্রহ ছিল ২৩৬ রান। বিশেষ করে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস দলকে মাঝারি সংগ্রহ এনে দিতে সাহায্য করে। যদিও রানটা অনেক বড় ছিল না, তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সেই রানকে পরিণত করে এক কঠিন লক্ষ্যে।

শ্রীলঙ্কার ইনিংসে একসময় মনে হচ্ছিল জয় বুঝি তাদের হাতেই ধরা দেবে। কিন্তু ধীরে ধীরে চাপ বাড়িয়ে ফেলে বাংলাদেশের বোলাররা। শেষদিকে এসে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা।


এই জয়ের মাহাত্ম্য অনেক। গত ৭ মাসে একটিও জয় ছিল না বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটে। টানা ৭ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো টাইগাররা।


সিরিজে ১-১ সমতা ফিরে আসায় এখন সব কিছু নির্ভর করছে শেষ ম্যাচের ওপর। সিরিজের ফয়সালা হবে কলম্বোতে। তার আগে এই জয় বাংলাদেশ দলকে দিলো আত্মবিশ্বাসের এক টনিক।

আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা 'সিতারে জমিন পার' নিয়ে, যা ২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। বহুদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার, সঙ্গে জানানো হয়েছে ট্রেইলার এবং মুক্তির তারিখ।


এই সিক্যুয়েলে আমির খানের সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, যিনি দীর্ঘদিন পর একটি বড় প্রজেক্টে ফিরছেন। তবে সিনেমাটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো ১০ জন নতুন মুখের আত্মপ্রকাশ। এই তরুণ শিল্পীরা হলেন—আরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।


সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন, যিনি এর আগেও ‘শুভ মঙ্গল সাবধান’ ও 'অন অ্যা কুয়েস্ট'-এর মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। এই সিনেমায়ও দর্শক একটি আবেগঘন গল্প ও সামাজিক বার্তার ছোঁয়া পাবেন বলে ধারণা করা হচ্ছে।

চিত্রনায়িকা তানিন সুবহার প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

চিত্রনায়িকা তানিন সুবহার প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তার মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


জানা গেছে, চলতি জুন মাসের শুরুতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। প্রথমে তাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরিয়ে আনা হয়। কিন্তু সন্ধ্যায় হঠাৎ আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থা জটিল হওয়ায় তানিনকে স্থানান্তর করা হয় ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে সব চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী।


দুই দশকের বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করে আসছিলেন তানিন সুবহা। বিজ্ঞাপন দিয়ে তার ক্যারিয়ারের সূচনা হলেও খুব দ্রুতই নাটক এবং সিনেমায় নিজের অবস্থান গড়ে তোলেন। বড় পর্দায় ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে এবং এরপর তিনি আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

পরবর্তীতে নাটকে ব্যস্ত হয়ে ওঠেন তানিন। বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে তার অভিনয় প্রশংসিত হয়। তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, পাশাপাশি রূপচর্চা ও সৌন্দর্যসেবার পার্লার ব্যবসাও পরিচালনা করতেন।


ব্যক্তিগত জীবনে খুব সাধারণ ও সৌম্য আচরণে সবার মন জয় করে নিয়েছিলেন তানিন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

শিল্পী তানিন সুবহার মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের বিনোদন জগতের জন্যও এক অপূরণীয় শূন্যতা। তার কর্ম ও অবদান স্মরণীয় হয়ে থাকবে বহুদিন।