এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমলো

ভোক্তাপর্যায়ে ব্যবহৃত এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এ তথ্য জানায়। একইসঙ্গে জানানো হয়েছে, নতুন এ দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে করে যানবাহন মালিকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এর আগে গত মাসে অর্থাৎ ২ জুলাই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছিল। তখন অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়।

বিইআরসি সূত্রে জানা যায়, সৌদি আরামকোর প্রকাশিত প্রোপেন ও বিউটেন গ্যাসের আন্তর্জাতিক বাজারমূল্য ভিত্তিতে দেশে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে।

মূল্য হ্রাসের ফলে সাধারণ ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দেখা দিতে পারে। তবে পরিবহন খরচ ও খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার কারণে অনেক এলাকায় পুরনো দামেই বিক্রির অভিযোগ থাকছে।

অপরদিকে, অটোগ্যাসের দাম কমলেও সেটি কত দ্রুত বাস্তব পর্যায়ে প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেক সময় গ্যাস স্টেশনগুলো পুরনো দামে গ্যাস বিক্রি অব্যাহত রাখে বলে অভিযোগ রয়েছে।

নতুন এ মূল্য নির্ধারণকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ভোক্তা সংগঠন। তবে তাঁরা চায় বাজার তদারকি জোরদার করে যেন নতুন দাম নিশ্চিত করা যায় সারাদেশে।


শেয়ার করুন