নাসিরনগরে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল

 


আশিকুর রহমান চৌধুরী পনি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় নাসিরনগর কলেজগেটের চেয়ারম্যান মার্কেটে উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একে এম খালেদের সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, গোর্কণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক দুলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ বাক্কি তরুল, দলের জেলা সাধারণ সম্পাদক শাহ জাহান চকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম আহ্বায়ক শরীফ ভূঁইয়া, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, সদস্যসচিব খাইরুল বাশার রনি এবং উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদউল্লাহ আশরাফী। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদেও তাঁর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন