নাসিরনগরে ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

 

জুয়েল খাঁ নাসিরনগর থেকে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার চাপরাতলা ইউনিয়নের খান্দুরা হাভেলিতে এ আয়োজন হয়।

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।

সুফি ঐতিহ্যের দলিল

‘খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ মুহাম্মদ (রাহ.) ও খান্দুরা হাভেলির ইতিহাস’ শিরোনামের বইটি রচনা করেছেন সৈয়দ আহমদ বখ্ত (মতিন)। বইটি প্রকাশ করেছে বিশ্ব লালন সংঘ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বখ্ত কায়েদ (মা. আ.)। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী, অষ্টগ্রাম হাভেলির সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু), নরপতি হাভেলির সৈয়দ লিয়াকত হাসান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, নাছিরপুর দরবার শরীফের সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, খান্দুরা দরবার শরীফের সৈয়দ সোহেল আবদাল, সাবেক সাংসদের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, সাংবাদিক ও গবেষক তরুণ সরকার, এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক আল আমিন চৌধুরী প্রমুখ।

প্রকাশক আবদেল মাননান অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এতে অংশ নেন খান্দুরা হাভেলিসহ বিভিন্ন হাভেলির পীর ও মাশায়েখগণ।

লেখকের বক্তব্য

সৈয়দ আহমদ বখ্ত (মতিন) বলেন, “দেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন হাভেলিগুলো। এগুলো সুফিবাদ ও রাষ্ট্রীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতেই বইটি প্রকাশ করেছি।”


শেয়ার করুন