প্রথম ব্রাহ্মণবাড়িয়া ডেক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় ছিনিয়ে এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুই তরুণ শিক্ষার্থী। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।
হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের মেয়ে পপি রানী দাস (ক্লিওপেট্রা) কবি সুফিয়া কামাল হল সংসদের কার্যকরী সদস্য পদে ১,৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শ্যামল দাসের কন্যা পপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে চাপরতলা ইউনিয়নের গাড়াউক গ্রামের ছেলে মো. আমীর হামজা বিল্লাহ স্যার এ এফ রহমান হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মো. সাদেক বিল্লাহর ছেলে হামজা শিবির সমর্থিত প্রার্থীকে ১২৬ ভোটের ব্যবধানে পরাজিত করে এ পদে জয়ী হন।
নিজ এলাকার সন্তানদের এমন অর্জনে নাসিরনগরে বইছে গর্ব আর আনন্দের জোয়ার। স্থানীয় শিক্ষার্থীরা বলছেন, এ জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মফস্বলের তরুণদের স্বপ্নপূরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
খবর বিভাগঃ
জাতীয়
ঢাকা
নাসিরনগর
ব্রাহ্মণবাড়িয়া