স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে লড়বেন ওমরাও খান

 নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবীণ রাজনীতিক ও জনপ্রতিনিধি মো. ওমরাও খান। মঙ্গলবার বিকেলে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে তিনি এই ঘোষণা দেন।

ঘোষণাকালে মো. ওমরাও খান বলেন, ‘দীর্ঘদিন রাজনীতি করেছি মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য। দলীয় সীমাবদ্ধতার বাইরে গিয়ে নাসিরনগরের সাধারণ মানুষের প্রত্যাশা ও চাওয়া-পাওয়ার জায়গা থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
মো. ওমরাও খান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি একজন সক্রিয় ও সাহসী ছাত্রনেতা হিসেবে পরিচিতি পান। ওই সময় রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন বলেও দাবি করেন তাঁর ঘনিষ্ঠরা।
পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাসিরনগর উপজেলা শাখার দুইবারের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে দলীয় রাজনীতির বাইরে অবস্থান নিয়ে তিনি সরাসরি গণমানুষের রাজনীতিতে মনোনিবেশ করেন বলে জানান।
স্থানীয় সরকার পর্যায়ে মো. ওমরাও খানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি নাসিরনগর উপজেলার ৩ নম্বর কুন্ডা ইউনিয়নের টানা ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে ইউনিয়নে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসে বলে স্থানীয়রা জানান। উন্নয়ন ও সুশাসনে ভূমিকার জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা চেয়ারম্যান হিসেবে একাধিকবার নির্বাচিত হন এবং মোট আটটি স্বর্ণপদক অর্জন করেন।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. ওমরাও খান বলেন, ‘আমার পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই চেতনা থেকেই দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংসদে কথা বলতে চাই।’

শেয়ার করুন