নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তি অসিম কুমার পাল (৭৩) আর নেই।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অসিম কুমার পাল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় অবস্থার আরও অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ রাতেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, অসিম কুমার পাল ছিলেন একজন অভিজ্ঞ, শান্ত স্বভাবের ও ত্যাগী রাজনৈতিক নেতা। দীর্ঘদিন তিনি দল সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এলাকায় একজন গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
শোক প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, তাঁর মৃত্যুতে দল একজন অভিভাবকতুল্য নেতাকে হারাল। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
