Showing posts with label ভিডিও. Show all posts
Showing posts with label ভিডিও. Show all posts
চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

 

মুনতাসির কবির
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় নতুন কমিটিকে স্বাগত জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

মানিরুল হোসাইন ও কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল বাছির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন (তুহিন)।

গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যুৎসাহী সদস্য: অ্যাডভোকেট মো. আরাফাত উল্লাহ, দাতা সদস্য: হুমায়ুন কবির ভূঁইয়া হিতুসি সদস্য: ওয়াসিম ভূঁইয়া, অভিভাবক সদস্য: মো. আলাউদ্দীন মিয়া, মো. এনামুল হক, মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি: মো. রহমত আলী, মোছা. সালমা খানম

সভায় প্রধান অতিথি এম এ হান্নান বলেন, “চাতলপাড় ডিগ্রি কলেজ এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। আমরা চাই নতুন গভর্নিং বডির নেতৃত্বে কলেজটি আরও এগিয়ে যাক।”

সভাপতি প্রকৌশলী মো. আব্দুল বাছির বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার সহযোগিতায় আমরা শিক্ষার মানোন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেব।”

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত গভর্নিং বডিকে অভিনন্দন জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফকিরদিয়া বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

ফকিরদিয়া বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

মুনতাসির কবির নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ফকিরদিয়া ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মেসার্স ইনসাফ ট্রেডার্স মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইনছাফ আলীর সভাপতিত্বে ও শেখ মনিরুজ্জামান আনসারী আবুসামার সঞ্চালনায় আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহরাফ খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহে আলম ভূঁইয়া, চাতল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলগীর হোসেন, চাতলপাড় ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি সোহাগ ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জাসাজ নাসিরনগর উপজেলা সাইফুল ইসলাম জানু, স্বেচ্ছাসেবক দল চাতলপাড় ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেন, কচুয়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ওয়ালীউল্লাহ সরকার।

এ ছাড়া স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতারা আলোচনা করেন এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।





এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমলো

এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমলো

ভোক্তাপর্যায়ে ব্যবহৃত এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এ তথ্য জানায়। একইসঙ্গে জানানো হয়েছে, নতুন এ দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে করে যানবাহন মালিকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এর আগে গত মাসে অর্থাৎ ২ জুলাই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছিল। তখন অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়।

বিইআরসি সূত্রে জানা যায়, সৌদি আরামকোর প্রকাশিত প্রোপেন ও বিউটেন গ্যাসের আন্তর্জাতিক বাজারমূল্য ভিত্তিতে দেশে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে।

মূল্য হ্রাসের ফলে সাধারণ ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দেখা দিতে পারে। তবে পরিবহন খরচ ও খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার কারণে অনেক এলাকায় পুরনো দামেই বিক্রির অভিযোগ থাকছে।

অপরদিকে, অটোগ্যাসের দাম কমলেও সেটি কত দ্রুত বাস্তব পর্যায়ে প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেক সময় গ্যাস স্টেশনগুলো পুরনো দামে গ্যাস বিক্রি অব্যাহত রাখে বলে অভিযোগ রয়েছে।

নতুন এ মূল্য নির্ধারণকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ভোক্তা সংগঠন। তবে তাঁরা চায় বাজার তদারকি জোরদার করে যেন নতুন দাম নিশ্চিত করা যায় সারাদেশে।

গোয়ালন্দে বর্ষার ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে উপজেলা প্রকৌশলী

গোয়ালন্দে বর্ষার ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে উপজেলা প্রকৌশলী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মন্ডল পাড়া এলাকায় ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ইটের তৈরি এইচবিবি রাস্তার পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। রবিবার দুপুরে তিনি সরজমিনে এসে রাস্তার অবস্থা খতিয়ে দেখেন।

স্থানীয়রা জানান, টানা ভারী বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে ভাঙনের সৃষ্টি হয়েছে, যার কারণে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বিশেষ করে রিক্সা, ভ্যান ও অটোরিকশার চলাচল এই ক্ষতিগ্রস্ত রাস্তায় প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিনের বৃষ্টির কারণে রাস্তার কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে যা দ্রুত মেরামত করা প্রয়োজন। তবে বৃষ্টি কমলে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, এলাকার বেশ কিছু বাড়ির পানি নিষ্কাশন সঠিকভাবে না হওয়ায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা ভাঙনের মূল কারণ। যদি প্রতিটি বাড়ির জন্য আলাদা নিষ্কাশন ব্যবস্থা করা হয় তবে এই ধরনের ভাঙন অনেকাংশে কমানো সম্ভব হবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন এবং রবিবার থেকে সেখানে মেরামতের কাজ শুরু করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত রাস্তাগুলো মেরামত হলে তাদের যাতায়াতের সমস্যা দূর হবে এবং সামনের বর্ষায় এ ধরনের ক্ষতি কম হবে। তারা সরকারী কর্মকর্তাদের প্রতি আবেদন জানান, তাদের এই এলাকার সমস্যা দ্রুত সমাধানে নজর দেওয়ার জন্য।

উপজেলা প্রশাসনও স্থানীয় জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এলাকায় অবকাঠামোগত উন্নয়নে এসব উদ্যোগ এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বর্ষাকালে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো দ্রুত মেরামত করতে হবে, যাতে স্থানীয়রা নির্বিঘ্নে চলাচল করতে পারে। গোয়ালন্দের এই প্রকৌশলীর পরিদর্শন ও আগামি মেরামতের কাজ তাৎক্ষণিক উদ্যোগের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ, সিরিজে ফিরলো সমতায়

রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ, সিরিজে ফিরলো সমতায়

শেষ ওভারে রোমাঞ্চ, কাটারে কাবু জানিথ লিয়ানাগে, মাঠে ছড়িয়ে পড়া হেলমেট-গ্লাভস আর মুখভর্তি হতাশা—সবকিছু যেন গল্পের এক নাটকীয় মোড়। শেষ বলের আগেই ঠিক হয়ে গেল, জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ।


৭৮ রানের দারুণ ইনিংস খেলে লড়াইটা জমিয়ে তুলেছিলেন জানিথ লিয়ানাগে। আগের বলেই হাঁকিয়েছিলেন ছক্কা। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই মোস্তাফিজুর রহমানের করা এক কাটার সব হিসেব গুলিয়ে দেয়। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে হতাশা আর রাগে নিজেকে সামলাতে পারেননি জানিথ।

পুরো ম্যাচে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। কিন্তু শেষ মুহূর্তে এসে এক বলেই খেলে দিলেন বাজিমাত। বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেল ওই এক কাটারেই।


এর আগে তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে অনেকটাই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তানভির ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নেন ৩টি উইকেট। সাকিব ছিলেন আরও মিতব্যয়ী, ৭ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

ব্যাটিংয়েও দায়িত্বশীল পারফরম্যান্স ছিল। দলের সংগ্রহ ছিল ২৩৬ রান। বিশেষ করে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস দলকে মাঝারি সংগ্রহ এনে দিতে সাহায্য করে। যদিও রানটা অনেক বড় ছিল না, তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সেই রানকে পরিণত করে এক কঠিন লক্ষ্যে।

শ্রীলঙ্কার ইনিংসে একসময় মনে হচ্ছিল জয় বুঝি তাদের হাতেই ধরা দেবে। কিন্তু ধীরে ধীরে চাপ বাড়িয়ে ফেলে বাংলাদেশের বোলাররা। শেষদিকে এসে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা।


এই জয়ের মাহাত্ম্য অনেক। গত ৭ মাসে একটিও জয় ছিল না বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটে। টানা ৭ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো টাইগাররা।


সিরিজে ১-১ সমতা ফিরে আসায় এখন সব কিছু নির্ভর করছে শেষ ম্যাচের ওপর। সিরিজের ফয়সালা হবে কলম্বোতে। তার আগে এই জয় বাংলাদেশ দলকে দিলো আত্মবিশ্বাসের এক টনিক।

আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

আসছে 'সিতারে জমিন পার', আবারও পর্দায় আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা 'সিতারে জমিন পার' নিয়ে, যা ২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। বহুদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার, সঙ্গে জানানো হয়েছে ট্রেইলার এবং মুক্তির তারিখ।


এই সিক্যুয়েলে আমির খানের সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, যিনি দীর্ঘদিন পর একটি বড় প্রজেক্টে ফিরছেন। তবে সিনেমাটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো ১০ জন নতুন মুখের আত্মপ্রকাশ। এই তরুণ শিল্পীরা হলেন—আরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।


সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন, যিনি এর আগেও ‘শুভ মঙ্গল সাবধান’ ও 'অন অ্যা কুয়েস্ট'-এর মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। এই সিনেমায়ও দর্শক একটি আবেগঘন গল্প ও সামাজিক বার্তার ছোঁয়া পাবেন বলে ধারণা করা হচ্ছে।

চিত্রনায়িকা তানিন সুবহার প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

চিত্রনায়িকা তানিন সুবহার প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তার মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


জানা গেছে, চলতি জুন মাসের শুরুতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। প্রথমে তাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরিয়ে আনা হয়। কিন্তু সন্ধ্যায় হঠাৎ আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থা জটিল হওয়ায় তানিনকে স্থানান্তর করা হয় ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে সব চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী।


দুই দশকের বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করে আসছিলেন তানিন সুবহা। বিজ্ঞাপন দিয়ে তার ক্যারিয়ারের সূচনা হলেও খুব দ্রুতই নাটক এবং সিনেমায় নিজের অবস্থান গড়ে তোলেন। বড় পর্দায় ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে এবং এরপর তিনি আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

পরবর্তীতে নাটকে ব্যস্ত হয়ে ওঠেন তানিন। বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে তার অভিনয় প্রশংসিত হয়। তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, পাশাপাশি রূপচর্চা ও সৌন্দর্যসেবার পার্লার ব্যবসাও পরিচালনা করতেন।


ব্যক্তিগত জীবনে খুব সাধারণ ও সৌম্য আচরণে সবার মন জয় করে নিয়েছিলেন তানিন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

শিল্পী তানিন সুবহার মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের বিনোদন জগতের জন্যও এক অপূরণীয় শূন্যতা। তার কর্ম ও অবদান স্মরণীয় হয়ে থাকবে বহুদিন।

অস্ত্রত্যাগে সম্মতির খবর প্রত্যাখ্যান করল হামাস

অস্ত্রত্যাগে সম্মতির খবর প্রত্যাখ্যান করল হামাস


গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনার প্রেক্ষাপটে অস্ত্রত্যাগের ইচ্ছা প্রকাশ করেছে—মার্কিন কর্মকর্তার এমন দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার নিশ্চিত না হয় এবং পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়, ততদিন সশস্ত্র প্রতিরোধ চলবে।


যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে বৈঠকে দাবি করেন, হামাস অস্ত্রত্যাগে প্রস্তুতি দেখিয়েছে। এই মন্তব্য প্রকাশ করে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। তবে হামাস দ্রুত এক বিবৃতিতে এসব দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিন্দা জানায়।


হামাস জানায়, ইসরাইলি দখলদারিত্ব যেহেতু এখনো চলছে, সেহেতু তাদের সশস্ত্র লড়াই একটি জাতীয় ও বৈধ প্রতিরোধ। তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে।

মার্কিন দূতের গাজা সফর নিয়েও ক্ষোভ জানায় হামাস। তারা উইটকফের সফরকে ‘পরিকল্পিত প্রদর্শনী’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এ সফরের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায় এবং সাধারণ জনগণকে গাজার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা দেওয়া।


এদিকে উইটকফের গাজা সফরের পরদিনই তিনি তেল আবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেন। এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছে ফিলিস্তিনি পক্ষ।

আরব বিশ্বের একাধিক দেশ সম্প্রতি হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে এবং অস্ত্র পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছে। তবে হামাসের অবস্থান স্পষ্ট—স্বাধীনতা ছাড়া কোনো সমঝোতা নয়।


অন্যদিকে, ফ্রান্স ও কানাডাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, ইসরাইল যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে তারাও স্বীকৃতি দেবে।

এই প্রেক্ষাপটে হামাসের অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অস্ত্রত্যাগ নয়, বরং স্বাধীনতার দাবি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হামাস আরও সক্রিয় হচ্ছে।

আগস্ট কেন্দ্রিক হুমকি নেই, সতর্কতা জোরদার: ডিএমপি

আগস্ট কেন্দ্রিক হুমকি নেই, সতর্কতা জোরদার: ডিএমপি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগস্ট মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখা যাচ্ছে না। তিনি বলেন, “আমরা সবসময় সতর্ক রয়েছি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে।”


তিনি আরও জানান, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় এক কনভেনশন হলে গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শিগগিরই উন্মোচন করা হবে।

তালেবুর রহমান বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু ব্যক্তি বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৮ জনসহ মোট ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে মেজর সাদিকুল হক নামে এক সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে।

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের চরম নির্মমতার জীবন্ত উদাহরণ খোকন চন্দ্র বর্মণ। পুলিশের গুলিতে যার বাম চোখ, মুখ, নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। খোকনের বর্তমান ছবি দেখে আঁতকে উঠতে হয়।

সেই খোকন চন্দ্রই রোববার (৩ আগস্ট) ট্রাইব্যুনালে নিজের ওপর ঘটে যাওয়া নৃশংশ আচরণসহ যাত্রাবাড়ী থানার সামনে তার চোখের সামনে ঘটা মানুষ হত্যার বিবরণ দিয়েছেন। এজন্য তিনি তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (সাক্ষীর ভাষায় কাউয়া কাদের), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন।

আদালতে খোকন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাখ ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন।

এসময় প্রসিকিউশন থেকে তার কাছে জানতে চাওয়া হয় কাউয়া কাদের বলতে কাকে বোঝাচ্ছেন। তিনি একাধিকবার বলেন, কাউয়া কাদের বলতে ওবায়দুল কাদেরকেই বোঝাচ্ছি।

এসময় ট্রাইব্যুনালে হাস্যরসও হয়। যে হাসি খোকন চন্দ্র বর্মণের চেহারার দিকে তাকালে বেদনার রূপ ধারণ করে।

এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ থাকবে না।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের সময় এ কথা বলেন চিফ প্রসিকিউটর।